করোনায় আক্রান্ত তুরস্কের বিশ্বকাপ তারকা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ২৩:৫১
অ- অ+

করোনাভাইরাসে আক্রান্ত তুরস্কের বিশ্বকাপার গোলকিপার রুস্তু রেকবার। হাসপাতালে ভর্তি আছেন তিনি। রুস্তুর স্ত্রী ইসিল রেকবার ইনস্টাগ্রামে জানিয়েছেন, ‘আমার স্বামী করোনাআক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। চিকিৎসা চলছে ওর।’

সবকিছু ঠিকঠাকই ছিল। দ্রুতই বদলে যায় পরিস্থিতি। করোনা আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দেয় রুস্তুর শরীরে। এত দ্রুত ঘটে যায় সব ঘটনাগুলো যে তার ধাক্কা সামলে উঠতে পারেনি রুস্তুর পরিবার।

২০০২ সালের বিশ্বকাপে চমকে দিয়েছিল তুরস্ক। সেবারের বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল তারা। রুস্তু রেকবার তুরস্কের ভরসার প্রতীক হয়ে উঠেছিলেন। করোনাভাইরাসকে হালকা করে না দেখার অনুরোধ করেছেন রুস্তুর স্ত্রী।

ইসিল বলেছেন, ‘আমি, আমার ছেলে ও মেয়ে সবার রিপোর্ট নেগেটিভ এসেছিল। কেবল রুস্তুর রিপোর্টই পজিটিভ ছিল।’ রুস্তু এখন একা হাসপাতালে ভর্তি। তাঁর সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এই মারণ ভাইরাসকে কেউ যেন হালকাভাবে না নেন, তার অনুরোধ করেছেন রুস্তুর স্ত্রী।

(ঢাকাটাইমস/২৯ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মধুমতি নদীতে জেলেকে পিটিয়ে হত্যা, মামলার এজাহারনামীয় আসামি সানি গ্রেপ্তার
ভাঙ্গা সার্কেল অফিস ও ভাঙ্গা থানা পরিদর্শন করলেন ডিআইজি রেজাউল করিম মল্লিক
বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা