টিসিবির পণ্য মজুদ করায় দুই ব্যবসায়ীর জরিমানা

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০২০, ২০:৪৮

মাগুরা টিসিবির স্বল্প মূল্যের সয়াবিন তেল কিনে বিক্রির দায়ে সোমবার সন্ধ্যায় মাগুরা শহরের স্টেডিয়াম গেটের সামনের দুটি দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোহাত কনফেকশনারি নামে দাকান মালিক সোহরাব হোসেন ও তার পাশ্ববর্তী স্নিগ্ধা ফার্মেসি নামে দোকান মালিক মাহমুদুর রহমানের দোকানে পাওয়া গেছে টিসিবির ৫০ লিটার সয়াবিন তেল।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে। এই সময় তাদের দোকানে পাওয়া যায় ওই তেল। যা অসহায় গরিব মানুষদের মধ্যে বিতরণ করে দেয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, সন্ধ্যায় স্টেডিয়াম গেটে সাধারণ মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি হচ্ছিল। এ সময় সন্দেহবশত ওই দোকান দুটিতে অভিযান পরিচালনা করে টিসিবির স্বল্প মূল্যের বোতলজাত ৫০ লিটার সয়াবিন তেল মজুদ পাওয়া যায়। যা দোকান মালিকরা বিক্রি করছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দোকান দুটির মালিক সোহরাব হোসেনকে ১০ হাজার টাকা মাহমুদুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :