টিসিবির পণ্য মজুদ করায় দুই ব্যবসায়ীর জরিমানা

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২০, ২০:৪৮
অ- অ+

মাগুরা টিসিবির স্বল্প মূল্যের সয়াবিন তেল কিনে বিক্রির দায়ে সোমবার সন্ধ্যায় মাগুরা শহরের স্টেডিয়াম গেটের সামনের দুটি দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোহাত কনফেকশনারি নামে দাকান মালিক সোহরাব হোসেন ও তার পাশ্ববর্তী স্নিগ্ধা ফার্মেসি নামে দোকান মালিক মাহমুদুর রহমানের দোকানে পাওয়া গেছে টিসিবির ৫০ লিটার সয়াবিন তেল।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে। এই সময় তাদের দোকানে পাওয়া যায় ওই তেল। যা অসহায় গরিব মানুষদের মধ্যে বিতরণ করে দেয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, সন্ধ্যায় স্টেডিয়াম গেটে সাধারণ মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি হচ্ছিল। এ সময় সন্দেহবশত ওই দোকান দুটিতে অভিযান পরিচালনা করে টিসিবির স্বল্প মূল্যের বোতলজাত ৫০ লিটার সয়াবিন তেল মজুদ পাওয়া যায়। যা দোকান মালিকরা বিক্রি করছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দোকান দুটির মালিক সোহরাব হোসেনকে ১০ হাজার টাকা মাহমুদুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান
মশা মারার যন্ত্র বানিয়ে তাক লাগালেন বাংলাদেশের প্রতিষ্ঠান থিংক ল্যাবস
রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা