আইসোলেশনে ভর্তির এক ঘণ্টা পর কিশোরীর মৃত্যু

ব্যুরো প্রধান, সিলেট
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২০, ১৬:০৪
অ- অ+

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে ভর্তির এক ঘণ্টার মধ্যে এক কিশোরী মারা গেছে। মঙ্গলবার বিকাল ৩ টায় ১৬ বছর বয়সী ওই কিশোরীর মৃত্যু হয় বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

তিনি জানান, দুপুরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয় ওই কিশোরী। তাকে করোনা আইসুলেশন সেন্টারে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। বিকাল ৩টার দিকে সেখানে তার মৃত্যু হয়। মৃত কিশোরীর বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলায়।

কিশোরীর পারিবারের লোকদের বরাত দিয়ে সিভিল সার্জন বলেন, প্রায় এক মাস ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিল সে। বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আজই তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে আসা হয়।

মৃত কিশোরী করোনাভাইরাসে আক্রান্ত ছিল কিনা তা পরীক্ষা করতে নমুনা সংগ্রহ করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩১মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
কুমিল্লায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা