গাজীপুরের কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেলেন ৭ প্রবাসী

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২০, ১৪:০৭
অ- অ+

গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে বুধবার সকালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে সাতজন ইতালিফেরত প্রবাসীকে ছাড়পত্র দিয়েছে প্রশাসন। ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতাল থেকে গত ১৮ মার্চ রাতে এই সাতজনকে পাবুরের ওই স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

বুধবার সকাল ৯টার দিকে কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত আরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম সরকার ও কাপাসিয়া থানা পুলিশের উপস্থিতিতে তাদের কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেয়া হয়।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম সরকার জানান, পাবুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নয়জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিল। এই কেন্দ্র থেকে বুধবার সকালে সাতজনকে অবমুক্ত করা হয়। তারা সম্পূর্ণ সুস্থ রয়েছেন আর অন্য দুজনকে ৪ এপ্রিল ছাড়া হবে।

(ঢাকাটাইমস/১এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: চাঁদাবাজি নয়, দোকান দখল নিয়েই বিরোধে হত্যা
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা