অবসরের পর কোচ হবেন মোহাম্মদ হাফিজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২০, ১০:৩০
অ- অ+

চলতি বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের পরই অবসর নিবেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। অবসর নিলেও বাইশ গজ ছাড়তে নারাজ এই পাক ক্রিকেটার, খেলোয়াড়ি জীবন শেষ করার পর হতে পারেন কোচ।

বার্তা সংস্থা পিটিআই’কে হাফিজ জানান, ‘টি-২০ বিশ্বকাপের পর আমি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছি। তবে ঘরোয়া টি-২০ লিগগুলোতে আমি মনযোগ দিতে চাই।’

হাফিজ ইতোমধ্যে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ওয়ানডে ও টি-২০ খেলছেন। টি-২০ দিয়ে ক্রিকেটকে বিদায় দেয়ার পর নিজেকে একজন কোচ হিসেবে দেখতে চান হাফিজ।

তিনি বলেন, ‘অবসরের পরে আমি কোচও হতে পারি। আসলে আমি এখনও জানি না অবসরের পর কি করব। সময়ই সব বলে দেবে, সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেব। তবে এখনই অবসরের পরবর্তী সময় নিয়ে বেশি ভাবতে চাই না।’

আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের হয়ে ৫৫টি টেস্ট, ২১৮টি ওয়ানডে ও ৯১টি টি-২০ ম্যাচ খেলেছেন হাফিজ। টি-২০তে পাকিস্তানের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৯৯২ রান সংগ্রাহক তিনি। ২৩০৯ রান নিয়ে শীর্ষে রয়েছেন শোয়েব মালিক। বল হাতে ৫৪ উইকেট শিকার করেছেন হাফিজ।

(ঢাকাটাইমস/০২ এপ্রিল/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা