করোনা সচেতনতায় রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছে রেড ক্রিসেন্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২০, ২০:৩০| আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২০:৩১
অ- অ+

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের বসবাসরত ক্যাম্পগুলোতে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে বাংলাদেম রেড ক্রিসেন্ট সোসাইটি। তারই অংশ হিসেবে সংস্থাটি ক্যাম্পগুলোতে বসবাসকারীদের ঘন ঘন হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা ও নিয়ম মেনে হাত ধোয়ায় বিষয়ে নিয়মিত হ্যান্ড ওয়াশিং সেশন পরিচালিত করছে।

সংস্থাটি বলছে, পপুলেশন মুভমেন্ট অপারেশন কক্সবাজার, উখিয়া ও টেকনাফ উপজেলার ৮টি ক্যাম্পে কমিউনিটি ন্বেচচ্ছাসেবক, ওয়াশ কর্মকর্তা ও কমিউনিটি মোবিলাইজারের মাধ্যমে নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করছে।

একইসঙ্গে সংস্থাটি এসব জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় পরিবারের সদস্যদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, বালতি, মগ, সাবান ও মাস্ক বিতরণ কার্যক্রম চলমান রেখেছে।

এছাড়া করোনাভাইরাস বিষয়ে জনসচেতনতা বাড়াতে ক্যাম্পে ক্যাম্পে লিফলেট বিতরণ, সচেতনতা বিলবোর্ড স্থাপন ও সামজিক দূরত্ব বজায় রাখা বিষয়ে ক্যাম্পেইন কার্যক্রম অব্যাহত রেখেছে।

এদিকে করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়স্ত্রণে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, টিভি চ্যানেলসহ রাজধানীর বিভিন্ন এলাকায় জীবণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করে।

(ঢাকাটাইমস/০২এপ্রিল/এনআই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলের কেউ অপরাধ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী
তেজগাঁও শিল্পাঞ্চলে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১৩, বিপুল সৌদি রিয়াল ও মোটসাইকেল জব্দ
ভাঙনের মুখে চালিতাবুনিয়া, টেকসই বাঁধসহ তিন দাবিতে ঢাকায় এলাকাবাসীর মানববন্ধন
যাত্রাবাড়ী ও মুগদায় ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা