৩১০ জনকে খাদ্যসামগ্রী সহায়তা দিলেন শেরপুর এসপি

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ২২:১৭
অ- অ+

নিম্ন আয়ের ৩১০ জন মানুষকে খাদ্যসামগ্রী সহায়তা দিয়েছে শেরপুর জেলা পুলিশ।

শুক্রবার বিকালে জেলা পুলিশের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। ‘আমরা আছি আপনাদের পাশে, মানবিক পুলিশের চোখে জনতার আকাঙ্ক্ষা লেখা থাকে। সচেতন হউন, করোনা প্রতিরোধ করুন’ এ স্লোগানকে ধারণ করে পুলিশের পক্ষ ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

পুলিশ সুপার বলেন, করোনা সংক্রমণ পরিস্থিতিতে শ্রমিক, নিম্ন আয়ের মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাদের কথা চিন্তা করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ। বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের সহযোগিতায় পুলিশ সদস্যরা পৌরসভার বিভিন্ন এলাকার অসহায় ও নিম্ন আয়ের মানুষের তালিকা তৈরি করে। পরে সে অনুযায়ী প্রথম দিনে ৩১০ জনের মাঝে চাল, ডাল, আলু ও সাবান বিতরণ করা হয়।

এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান পুলিশ সুপার।

(ঢাকাটাইমস/৩এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাগলনাইয়ায় ৪ বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা