করোনার উপসর্গ নিয়ে রাজশাহী আইডি হাসপাতালে নার্স

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২০, ১৯:৪৯
অ- অ+

করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে রাজশাহীর সংক্রমণ ব্যধি (আইডি) হাসপাতালে একজন নার্সকে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে সকালে তাকে করোনা রোগীদের জন্য প্রস্তুত করা আইডি হাসপাতালে পাঠানো হয়।

রামেক হাসপাতালে করোনা চিকিৎসা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ শনিবার নিয়মিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।

তিনি জানিয়েছেন, সন্দেহভাজন ওই নারী একটি বেসরকারি হাসপাতালের নার্স। রামেক হাসপাতালে ভর্তির পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়। পরে তাকে আইডি হাসপাতালে পাঠানো হয়। করোনা পরীক্ষার জন্য দুপুরে তার নমুনাও সংগ্রহ করা হয়েছে।

তিনি আরো জানান, রামেক হাসপাতালে বর্তমানে শনিবার সকালে ১২ জন রোগী পর্যবেক্ষণে ছিলেন। এদের মধ্যে আটজনকে দুপুরে ছাড়পত্র দেওয়া হবে। বাকি চারজন এখনও পর্যবেক্ষণে রয়েছেন।

নিয়মিত এই সংবাদ সম্মেলনে রামেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. খলিলুর রহমান ও হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
কুমিল্লায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা