করোনায় বিয়ে পেছাল স্প্যানিশ তারকার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ১৬:২৬
অ- অ+

আই লিগ খেলেছেন। খেলেছেন আইএসএল-ও। খেলা তৈরি করার জন্য কোচ তাকিয়ে থাকতেন এই স্পেনীয় গেম মেকারের পায়ের দিকেই। এহেন নেস্টর গর্ডিলো এখন বুঝে উঠতে পারছেন না বিয়েটা কবে করবেন। বান্ধবী আজাহারাকে এই জুনেই বিয়ে করবেন বলে ঠিক করে রেখেছিলেন মাস ছয়েক আগেই। সেই মতো প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু বহু দিন আগে ঠিক করা সেই বিয়েই আপাতত পিছিয়ে গিয়েছে অনির্দিষ্টকাল।

করোনা হানায় বিধ্বস্ত স্পেন। আক্রান্তের সংখ্যা সে দেশে বেড়েই চলেছে। বুলফাইটিংয়ের দেশে মৃত্যু মিছিল। এই পরিস্থিতিতে পূর্ব নির্ধারিত বিয়ের পরিকল্পনা ধাক্কা খেয়েছে নেস্টর ও তাঁর বান্ধবীর। স্পেনের ক্যানারি আইল্যান্ডের সান্তা মারিয়া দে গিয়াতে থাকেন নেস্টর।

এই সৃজনশীল ফুটবলার বলেছেন, ‘জুন মাসে বিয়ে করব, সেটা অনেক আগেই ঠিক করে রেখেছিলাম। কিন্তু করোনা সংক্রমণে স্পেনের পরিস্থিতি এখন ভয়াবহ। এ রকম পরিস্থিতির জন্য কেউই তৈরি ছিল না। কত দিনে পরিস্থিতি আবার স্বাভাবিক হবে তা আমরা কেউই জানি না। ফলে এখন অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই।’

নেস্টর যে গ্রামে থাকেন, সেখানে করোনার দৌরাত্ম্য অপেক্ষাকৃত কম। সরকারের নির্দেশ মেনে সবাই ঘরবন্দি হয়ে রয়েছেন। নেস্টর বলেছেন, ‘সরকারের নির্দেশ অনুযায়ী ঘরেই রয়েছি। টেলিভিশন দেখছি, রান্না করছি, নিজেকে ফিট রাখার চেষ্টা করছি। আরও মাস খানেক হয়তো আমাদের ঘরেই থাকতে হবে।’

নেস্টরের বোন ও কাকী নার্স। জীবনের ঝুঁকি নিয়ে ১০-১২ ঘণ্টা তাঁরা হাসপাতালে করোনা-আক্রান্তের সেবা করে চলেছেন। তাঁদের কাজকে কুর্নিশ করে নেস্টর বলছেন, ‘এই পরিস্থিতিতে চিকিৎসক, নার্সরাই জাতীয় নায়ক। ওঁদের দিকেই সবাই তাকিয়ে। আমার বোন ও কাকীর জন্য গর্ব হচ্ছে। তবে ওঁদেরও সতর্ক থাকতে হবে। ওঁরা তো রোগীদের নিয়ে ঘাঁটাঘাঁটি করছে। তাই সতর্ক হতেই হবে।’

(ঢাকাটাইমস/৫ এপ্রিল/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
কুমিল্লায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা