টঙ্গীতে ভুয়া সেনা সদস্য আটক

টঙ্গীতে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে শাহ আলম (৪৫) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র, ভুয়া নিয়োগপত্র ও একাধিক ব্যক্তির সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শুভ মন্ডল জানান, আটক ব্যক্তি নিজেকে ডিজিএফআই এর কর্মকর্তা হিসেবে পরিচয় দিতো। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ি থানার মুলবাড়ি গ্রামের আব্দুল বারি তরফদারের ছেলে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আটক শাহ আলম নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন জেলা থেকে সেনাবাহিনীতে বিভিন্ন পদে লোক নিয়োগের কথা বলে টাকা হাতিয়ে নেয়।
(ঢাকাটাইমস/৫এপ্রিল/কেএম)

মন্তব্য করুন