করোনার জেরে আত্মহত্যা!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২০, ১১:১২
অ- অ+

সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। মুহূর্তেই বেড়ে যাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধে আক্রান্ত প্রায় সব দেশেই লকডাউন অবস্থা। তবু করনোয় আক্রান্ত হয়ে গেলে কী করতে হবে, সেটা বারবার বুঝিয়ে দেওয়া হচ্ছে। নির্দেশনা ও সতর্ক বার্তা পাঠানো হচ্ছে সবাইকে। নির্দেশনা বা সতর্কবার্তার কোনোটাই কানে তুললেন না ফ্রান্সের ফুটবল ক্লাব স্তাদ দো রেঁসের চিকিৎসক বার্নার্ড গঞ্জালেস। করোনায় আক্রান্ত হয়েছেন জানতে পেরেই আত্মহত্যা করেছেন ৬০ বছর বয়সী এই চিকিৎসক।

করোনায় আক্রান্ত হলে কী করতে হবে সেই নির্দেশনা সব সময়ই দেওয়া হচ্ছে, পাশাপাশি ডাক্তার হিসেবে গঞ্জালেসেরও এ বিষয়ে করণীয় জানার কথা। কিন্তু গঞ্জালেস আগে-পিছে কিছুই না ভেবে বেছে নিলেন আত্মহননের পথ। করোনায় আক্রান্ত হওয়া গঞ্জালেস কী কারণে আত্মহত্যা করেছেন বা এর পেছনে কিছু আছে কিনা, এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

ফরাসি ক্লাব রেঁসে দীর্ঘ ২০ বছর ধরে কাজ করেছেন গঞ্জালেস। তার এমন মৃত্যুতে শোকের নগরে পরিণত হয়েছে রেঁস। এক বিবৃতিতে রেঁস কর্তৃপক্ষ বলেছে, ‘এমন খবরে সবাই দুমড়ে-মুচড়ে গেছে। বার্নার্ড গঞ্জালেসের জন্য রেঁস শহর কাঁদছে। শুধু ক্লাবই নয়, রেঁসের অনেক মানুষ তার জন্য কাঁদছে।’

প্রিয় চিকিৎসকের মৃত্যুতে মুষড়ে গেছেন ক্লাবটির সভাপতি জাঁ পিয়েরে কাইওর। শোকবার্তায় তিনি বলেছেন, ‘আমি শব্দ খুঁজে পাচ্ছি না। এই খবরে আমি হতভম্ব হয়ে গেছি। করোনাভাইরাস রেঁসের হৃদয়ে আঘাত করল। লম্বা সময় ধরে রেঁস ক্লাবকে একত্রিত করে রেখেছে সে। চমৎকার ব্যক্তিত্ব ও ক্রীড়ার দারুণ পেশাদার একজন মানুষ আমাদের ছেড়ে চলে গেল।’

(ঢাকাটাইমস/০৭ এপ্রিল/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চোরাচালানে ‘জিরো টলারেন্সে’ কাস্টমস, কমেছে যাত্রী হয়রানিও
ভেষজ বিলাতি গাব খেলে দূর হবে ক্যানসার, নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত, জাতিসংঘের গভীর উদ্বেগ
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা