‘পোশাক শ্রমিকদের ১৬ এপ্রিলের মধ্যে বেতন দিন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২০, ১৪:০৬| আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৪:২৬
অ- অ+

আগামী ১৬ এপ্রিলের মধ্যে সকল শ্রমিক এবং কর্মচারীদের মার্চ মাসের বেতন দেওয়ার জন্য তৈরি পোশাক শিল্প মালিকদের প্রতি আহবান জানানো হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ও নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) যৌথভাবে এ আহবান জানায়।

বিজিএমইএর সভাপতি ড. রুবানা হক এবং বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদস্য সকল প্রতিষ্ঠানে সরকারের ছুটির সাথে সামঞ্জস্য রেখে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তবে যে সকল শিল্প প্রতিষ্ঠানের জরুরি রপ্তানি আদেশ রয়েছে এবং করোনাভাইরাস মোকাবেলার উপকরণ মাস্ক এবং পিপিই তৈরি করছে সে সকল প্রতিষ্ঠন প্রয়োজনে খোলা রাখতে পারবে। তবে সে ক্ষেত্রে স্ব স্ব অ্যাসোসিয়েশন (বিজিএমইএ/বিকেএমইএ), কল কারখানা পরিদর্শন অধিদপ্তর এবং শিল্প পুলিশকে অবহিত করতে হবে।

এছাড়া ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিক-কর্মচারীদের মার্চ মাসের বেতন পরিশাধ করার জন্য অনুরোধ করা হলো।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/জেআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা