‘শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২০, ২২:০৭
অ- অ+

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বন্ধ রয়েছে দেশের সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান। কবে সেই প্রতিষ্ঠানগুলো খোলা হবে এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে উপমন্ত্রী এ কথা জানান। একই সাথে অনুমাননির্ভর তথ্য বিশ্বাস না করার আহ্বান জানান তিনি।

স্ট্যাটাসে নওফেল বলেন, 'শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। সরকার নির্দেশিত ছুটি এখনো চলছে। দয়া করে বিভ্রান্ত হবেন না, অনুমাননির্ভর তথ্যে বিশ্বাস করবেন না। শিক্ষা প্রতিষ্ঠান খোলা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত আমরা আনুষ্ঠানিকভাবেই জানাবো।'

এদিকে আগামী ঈদুল ফিতরের আগে শিক্ষা প্রতিষ্ঠান আর খোলা হচ্ছে না বলে কিছু কিছু গণমাধ্যমে খবর বেরিয়েছে। তবে খবরটি দায়িত্বশীল কোনো সূত্রই নিশ্চিত করেনি। যদিও পরিস্থিতি জটিল আকার ধারণ করলে এমনটাই হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।

(ঢাকাটাইমস/০৭এপ্রিল/টিএটি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি গ্রেপ্তার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৮৬
বিএনপি ক্ষমতায় গেলে চব্বিশের শহীদদের নামে হবে স্থাপনা-সড়কের নাম: তারেক রহমান
হবিগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা