কারফিউ লঙ্ঘন করে গৃহবন্দি সার্বিয়ান ফুটবলার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২০, ১০:৩০
অ- অ+

লকডাউন, কারফিউ এই শব্দগুলোর মানে অনেক চেষ্টা করেও সার্বিয়ার ফুটবলারদের বোঝানো যাচ্ছে না। তাই এবার কারফিউর কড়াকড়ি বোঝাতে দেশটির এক ফুটবলারকে ৩ মাসের জন্য গৃহবন্দি করেছে দেশটির সরকার। শুক্রবার কারফিউ লঙ্ঘন করে রাজধানী বেলগ্রেডের একটি হোটেলের লবি বারে পার্টি করার সময় অ্যালেক্সান্ডার প্রিয়োভিচ নামের সেই ফুটবলার এবং সেখানে অবস্থানরত আরও ১৯ জনকে আটক করেছিল দেশটির পুলিশ।

রবিবার এক ভিডিও ট্রায়ালের মাধ্যমে কারফিউ ভঙ্গের দায়ে তাকে অভিযুক্ত করে ৩ মাসের সাজা দেওয়া হয়েছে। এই সময়টায় নিজের বাসাতেই বন্দী থাকবেন ২৯ বছর বয়সী প্রিয়োভিচ। বর্তমানে সৌদি আরবের আল ইত্তিহাদ ক্লাবের হয়ে খেলছেন তিনি। সার্বিয়ায় করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের ওপর বেশ জোর দেওয়া হচ্ছে, এরই অংশ হিসেবে দেশটিতে বিকেল ৫ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নিয়মিত কারফিউ চলছে। সেই কারফিউর তোয়াক্কা না করেই হোটেলে পার্টি করতে গিয়েছিলেন প্রিয়োভিচ।

অবশ্য প্রিয়োভিচই লকডাউন ভঙ্গ করা প্রথম সার্বিয়ান ফুটবলার নন, এর আগে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড লুকা ইয়োভিচও একই কাজ করে সমালোচনার মুখে পড়েছিলেন। স্পেনে ১৪ দিনের কোয়ারেন্টিন কাটিয়ে সার্বিয়ায় এসে জরুরী অবস্থা লঙ্ঘন করে দেদারসে ঘোরাফেরা শুরু করেছিলেন তিনি, বান্ধবীর জন্মদিনের পার্টিতেও অংশ নিয়েছিলেন। দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য সার্বিয়ায় তখন বেশ তোপের মুখে পড়েছিলেন ইয়োভিচ।

(ঢাকাটাইমস/০৮ এপ্রিল/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই উইমেন্স ডে উপলক্ষে জনতা ব্যাংকের আলোচনা সভা
সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
জাতীয় পার্টি আর ভাঙবেন না, বাবাকে আর অপমান করবেন না: এরিক এরশাদ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, পেশাদার মাদক কারবারিসহ ৩৫ জন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা