মারা গেলেন বার্সা-রিয়াল-অ্যাথলেটিকোর সাবেক কোচ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২০, ১০:৫০
অ- অ+

মারা গেলেন স্প্যানিশ ফুটবলের জনপ্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদের সাবেক কোচ সার্বিয়ার রাদোমির অ্যান্টিচ। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১। অ্যান্টিচের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

এক বিবৃতিতে অ্যাথলেটিকো জানায়, ‘অ্যান্টিচ আমাদের একজন কিংবদন্তি কোচ। তুমি সব সময় আমাদের হৃদয়ের মনিকোঠায় থাকবে। শান্তিতে থেকো। তোমার মৃত্যুতে আমরা শোকাহত।

খেলোয়াড়ি জীবন শেষে ১৯৮৮ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন অ্যান্টিচ। কোচ হিসেবে প্রথম রিয়াল জারাগোজা দায়িত্ব পান তিনি। এরপর রিয়াল মাদ্রিদ, রিয়াল সোসিয়েদাদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা ও সেল্টা ভিগো কোচ ছিলেন অ্যান্টিচ।

১৯৯৫-৯৬ মৌসুমে কোচ হিসেবে অ্যাতলেটিকোর হয়ে লা লিগা ও কোপা দেল রে’ও জিতেন অ্যান্টিচ। এছাড়া ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত সার্বিয়া জাতীয় দলের কোচও ছিলেন তিনি।

ফুটবল ইতিহাসে অ্যান্টিচই একমাত্র কোচ যিনি স্পেনের তিন জায়ান্ট রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের কোচের দায়িত্ব পালন করেছেন।

(ঢাকাটাইমস/০৮ এপ্রিল/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা