সিংড়ায় করোনার উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ১৬:৫২

নাটোরের সিংড়া উপজেলা শুকাস ইউনিয়নের কুড়িপাকিয়া গ্রাম লকডাউন করা হয়েছে। করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যুর পর গ্রামটি লকডাউন করা হয়।

উপজেলা প্রশাসন বলছে, উপজেলার কুড়িপাকিয়া গ্রামের এই নারী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকাল ১১টায় বগুড়ার মোহাম্মাদ আলী হাসপাতালের আইসোলেশনে তার মৃত্যু হয়। পরে ওই গ্রামকে লাল পতাকা টাঙিয়ে লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আপাতত ওই গ্রামকে লকডাউন ঘোষণা করা হয়েছে। পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। আর করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম-এর উপস্থিতিতে সরকারি নির্দেশনা মোতাবেক মৃতদেহটি দাফনের নির্দেশ দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :