কুমিল্লা জেলা লকডাউন

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ১৬:২২| আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১৬:৩৩
অ- অ+

করোনাভাইরাস সংক্রামণ রোধে কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। সেই সঙ্গে এই জেলা থেকে প্রবেশ ও বের হওয়া নিষিদ্ধ করা হয়। শুক্রবার দুপুর আড়াইটায় কুমিল্লা জেলা লকডাউন ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক আবুল ফজল মীর।

তিনি জানান, করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধ জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লাকে লকডাউন ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় আঞ্চলিক সড়ক-মহাসড়ক, নৌ পথে অন্য কোনো জেলা থেকে কেউ কুমিল্লায় প্রবেশ করতে পারবেন না। সেই সঙ্গে অন্য জেলায়ও কেউ যেতে পারবেন না। সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি সব সেবা ও সরবরাহ লকডাউনের আওতার বাইরে থাকবে।

উল্লেখ্য, এই পর্যন্ত ঢাকায় করোনা আক্রান্ত হয়ে কুমিল্লার দুই উপজেলায় তিনজন আক্রান্ত হয়েছেন। লকডাউন করা হয়েছে একাধিক বাড়ি। এছাড়াও কুমিল্লার দুই ব্যক্তি ঢাকায় অবস্থানরত অবস্থায় মারা গেছেন।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা