রাজীবকে বিছানায় ডেকেছিলেন পরিচালক

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২০, ০৯:২৪
অ- অ+

বলিউডে শরীরের বিনিময়ে কাজ দেয়ার রেওয়াজ বহু পুরনো। কিন্তু এই কাস্টিং কাউচ ও যৌন হেনস্তার বিরুদ্ধে জোরালো আন্দোলন শুরু হয় ২০১৮ সালে। প্রভাবশালী অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধ অভিনেত্রী তনুশ্রী দত্তের মুখ খোলার মাধ্যমে #MeToo আন্দোলন আছড়ে পড়ে হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রিতে। এরপর একাধিক অভিনেত্রী ও বলিউড কর্মী মুখ খুলেছিলেন যৌন হেনস্তার বিরুদ্ধে।

তবে বলিউড বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শুধু যে নারীরা এমন নোংরামির শিকার হন তা নয়। অভিনেতা রাজীব খান্ডেলওয়ালের দাবি, তিনিও কেরিয়ারের শুরুর দিকে কাজের বিনিময়ে এক পরিচালকের কাছ থেকে নোংরা ইঙ্গিত পেয়েছিলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে #মিটু আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া সেই বাজে অভিজ্ঞতার কথা জানান তিনি।

রাজ কুমার গুপ্তার ছবি ‘আমির’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল রাজীবের। তার আগে টেলিভিশনে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। কাহি তো হোগা, লেফট রাইট লেফট-এর মতো সিরিয়ালে কাজ করেছেন রাজীব। এই অভিনেতা বলেন, ‘তখনও আমি ছবিতে অভিনয় শুরু করিনি। বলিউডের এক তারকা পরিচালক আমাকে ছবির অফার করেছিলেন। বাড়িতে যাওয়ার জন্য ফোন করেছিলেন।

রাজীবের কথায়, ‘পরিচালক আমাকে তার বাড়িতে ডেকেছিলেন কিন্তু স্টোরি দিতে রাজি হননি। জিগ্যেস করেছিলেন, একটা মাত্র গান আছে এমন কোনো ছবি করতে চাই কি না। দ্বিতীয়বার সাক্ষাতের আগেই বুঝেছিলাম কিছু গন্ডগোল আছে। হলোই তাই। উনি আমাকে বিছানায় নিতে চেয়েছিলেন। সেই সময় আমি গার্লফ্রেন্ডের কথা বলে নিষ্কৃতি পেয়েছিলাম এবং ভেবেছিলাম, কত মেয়েকেই না এরকম অবস্থার মধ্য দিয়ে যেতে হয়।’

শুধু তাই নয়, বিছানায় যেতে রাজি না হওয়ায় ওই পরিচালক রাজীবের কেরিয়ায় নষ্ট করে দেয়ার হুমকিও দিয়েছিলেন বলে দাবি করেন অভিনেতা। বর্তমানে রাজীব ডিজিটাল প্ল্যাটফর্মে আহানা কুমারার সঙ্গে ‘মর্জি’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করছেন।

ঢাকাটাইমস/১৩এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা