মির্জাপুরে হতদরিদ্রদের চাল ওজনে কম দেয়ায় ডিলারশিপ বাতিল

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২০, ২০:২৪

টাঙ্গাইলের মির্জাপুরে হতদরিদ্রদের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির সময় ওজনে কম দেয়ার অপরাধে আশরাফুল আলম বাচ্চু নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।একই অপরাধে তার লাইন্সেসও বাতিল করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যামুনসুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

আশরাফুল আলম বাচ্চু ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ওই ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির অধীনে ভাতগ্রাম ইউনিয়নের ৮২৪ জন হতদরিদ্রের জন্য দুজন ডিলার রয়েছেন। কার্ডধারীরা ১০ টাকা কেজি দরে সপ্তাহে তিন দিন ৩০ কেজি করে চাল কিনতে পারবেন।

সকালে দুল্যামুনসুর বাজারে ডিলার বাচ্চু তার অধীনে থাকা ৪১২ জন কার্ডধারীদের মধ্যে চাল বিক্রির সময় ৩০ কেজির স্থলে ২/৩ কেজি করে চাল ওজনে কম দিয়ে বিক্রি করছে বলে খবর পান। পরে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাব্বির আহমেদ মুরাদ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেলে ডিলার বাচ্চুকে দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল দেন। একই অপরাধে তার নামে থাকা খাদ্যবান্ধব কর্মসূচির লাইন্সেসও বাতিল করা হয়।

এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাব্বির আহমেদ মুরাদের সঙ্গে কথা হলে তিনি বলেন, যেহেতু তার লাইন্সেস বাতিল করা হয়েছে সেহেতু খাদ্য অফিসের লোকজনের উপস্থিতিতে পাশ্ববর্তী ডিলারের মাধ্যমে ওই এলাকায় চাল বিক্রি কার্যক্রম চালু রাখা হবে।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম আবদুল মালেক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :