অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ এপ্রিল ২০২০, ২০:২৪
অ- অ+

চলতি বছরে আইপিএল (আইপিএল) হওয়ার সম্ভাবনা আরও কমল। মঙ্গলবার সকালেই ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ৩ মে পর্যন্ত দেশটিতে লকডাউন এর মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। ফলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রের খবর, ৩ মে-এর পর পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

২৯ মার্চ মেগা টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। করোনার কারণে প্রাথমিকভাবে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয় আইপিএল। এবার ভারত জুড়ে ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ায় বলাই যায় যে চলতি বছরে আইপিএল আয়োজন কঠিন। বর্তমান পরিস্থিতিতে মে মাসের পর লকডাউন উঠলেও আইপিএলের মতো স্পোর্টিং ইভেন্ট আয়োজন করা বেশ কঠিন।

কয়েকদিন আগেই আইপিএলের ভবিষ্যত্ স্পষ্ট করে দেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তাঁর কথায়, ‘গোটা দুনিয়ায় এখন কোনও দেশেই প্রায় কোনও ধরনের খেলা আয়োজনের মতো পরিস্থিতি নেই। তাই এবারের মতো আইপিএল ভুলে যাওয়াই ভাল।’

অন্যদিকে আইপিএল না হলে বিপুল ক্ষতির মুখে পড়তে হবে বিসিসিআই আর ফ্র্যাঞ্চাইজিদের। তাই আইপিএল বাতিলের ঘোষণা করতে পারছেন না বোর্ড কর্তারা। করোনার কারণে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ যদি বাতিল হয়, তাহলে সেই উইন্ডোয় আইপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিসিআই এর।

(ঢাকাটাইমস/১৪ এপ্রিল/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা