‘চাল বিতরণ না হলে আত্মসাতের প্রশ্ন কিভাবে ওঠে’

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২০, ১৫:৫৫| আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১৬:২১
অ- অ+

খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ফারুক হোসেন। শনিবার দুপুরে সাপ্তাহিক বোয়ালমারী বার্তা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি বলেন, চাল বিতরণ না হলে আত্মসাতের প্রশ্ন কিভাবে ওঠে?

এসএম ফারুক বলেন, শুক্রবার (১৭ এপ্রিল) বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালে তার বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ করেছে বলে সংবাদ প্রকাশিত হয়। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, এলাকায় প্রতিপক্ষরা আমাকে হেয় করার জন্য মিথ্যা তথ্য সরবরাহ করেছে। মূল বিষয়টি হলো, গত মার্চে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হলে পরিষদের সদস্যদের তালিকা দেয়ার জন্য বলা হয়। এই তালিকা দেয়ার পর একই নাম একাধিক ডিলারের কাছে দেখা হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে এপ্রিল মাসের চাল বিতরণ কার্যক্রম স্থগিত করি। পরে তালিকা সংশোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দর কাছে জমা দেই। সম্পূর্ণ চাল সংশ্লিষ্ট ডিলারদের কাছে রয়েছে।

তিনি বলেন, যেখানে চাল বিতরণ করা হয়নি সেখানে আত্মসাতের প্রশ্ন কিভাবে ওঠে। তিনি উপস্থিত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য অনুরোধ করেন।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহারে বিএনপি নেতা হত্যায় উদ্বেগ ও নিন্দা মির্জা ফখরুলের
নির্বাচনে ইসিকে সহায়তায় করবে জাতিসংঘ ও জাপান, চুক্তি স্বাক্ষর
শহীদ আবু সাঈদ ও প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম
২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪১৬
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা