ঠাকুরগাঁওয়ে গৃহবধূকে ‘হত্যা’, স্বামী কারাগারে

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২০, ১৮:০২

ঠাকুরগাঁও সদর উপজেলার ঢকোকালি ক্ষেনপাড়ায় আদিবাসী এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী লাজারু সরেনকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। তিনি ঢলোকালি গ্রামের বাসিন্দা।

নিহত গৃহবধূ ঢকোকালি গ্রামের ডুনু হেমরমের মেয়ে মেরী ওরফে সলমা হেমরম (২৭) ও অভিযুক্ত লজারু সরেনের স্ত্রী।

পুলিশ জানায়, সাত বছর আগে লাজারু সরেনের সঙ্গে মেরী ওরফে সলমা হেমরমের বিয়ে হয়। তাদের এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। লাজারু সরেন কাজকর্ম না করায় এ নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মাঝে প্রায়ই ঝগড়া হতো।

গত সোমবার এ নিয়ে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে লাজারু সরেন তার স্ত্রী মেরীকে লাঠি দিয়ে বেধরক পেটায়। এতে মেরী গুরুতর আহত হয়। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মেরীর পিতা তার স্বামী লাজারু সরেনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠায়।

ঢাকাটাইমস/১৮এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :