মেসিকে নিয়ে চাঁদে যেতে চান সাকিব!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২০, ১৪:৪৮
অ- অ+

বাংলাদেশে ক্রিকেটের প্রাণভোসরা গণ্য করা হয় সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। দেশের অনেক উদীয়মান ক্রিকেটাররা আইডল হিসেবে তাকে অনুসরণ করলেও, সাকিব আইডল ক্রীড়া জগতেরই কেউ নন। আর তিনি হলেন আর্জেন্টিনা ও বার্সেলোনা ফুটবল দলের প্রাণভ্রোমরা লিওনেল মেসি। এবার মেসিকে নিয়ে নিজের অভিনব ইচ্ছা প্রকাশ করলেন দেশসেরা সাকিব।

এর আগেও বেশ কয়েকবার ফুটবল ভক্ত সাকিব আল হাসান জানিয়েছেন ফুটবলে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ও ফুটবল ক্লাব বার্সেলোনা (এফসি বার্সেলোনা) দলের ভক্ত তিনি। আর ব্যক্তিগত ভাবে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির ভক্ত তিনি।

গতকাল (২২ এপ্রিল) নিজের ব্যাট (২০১৯ বিশ্বকাপে যে ব্যাট দিয়ে খেলে ৬০৬ রান করেছিলেন) নিলামে বিক্রির জন্য Auction 4 Action পেইজ থেকে লাইভে আসেন সাকিব।

সেখানে এক ভক্তের প্রশ্নের উত্তর দিতে হয় তাকে। সাকিবকে জিজ্ঞাসা করা হয়েছিল যদি কখনো চাঁদে যাবার সুযোগ হয় তাহলে স্ত্রী শিশিরকে ছাড়া সেখানে কার সাথে যেতে চান?

দীর্ঘায়িত না করে সাকিবের সোজাসাপ্টা উত্তর- ‘মেসি’।

বার্সেলোনার ভক্ত সাকিব আল হাসান কথা প্রসঙ্গে জানান, বার্সেলোনার খেলা চলার সময় সমর্থক হিসাবে টেনশনে থাকেন সাকিব। যেটার মাধ্যমে তিনি বুঝতে পারেন যখন বাংলাদেশ খেলে তখন দেশের মানুষের কি অবস্থা থাকে। যদিও সাকিব সহ দলে তার অন্য সতীর্থরা পেশাদার বলে তারা নার্ভাস থাকেন না।

(ঢাকাটাইমস/২৩ এপ্রিল/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
ফেনীতে বন্যার অশঙ্কায় ১৩১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত
সৌদিতে এক সপ্তাহে ১৭ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা