নকল প্রসাধনী বিক্রির দায়ে দোকান বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২০, ২৩:০০| আপডেট : ০৪ মে ২০২০, ২৩:০৪
অ- অ+

নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী বিক্রির দায়ে মানিকগঞ্জের এক প্রতিষ্ঠানকে জরিমানা ও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

সোমবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া বাজারে অভিযান চালিয়ে এই দণ্ড দেন তিনি। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া ওই প্রতিষ্ঠানের নাম ‘সঞ্চিতা কসমেটিকস’।

আসাদুজ্জামান রুমেল বলেন, ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক জয়চান ঘোষ দীর্ঘদিন ধরে ফেসওয়াস, বিউটি ক্রীম, বেবি বডি লোশন, ডেটল, বডি স্প্রেসহ বিভিন্ন ধরনের নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনীসামগ্রী বিক্রি করে আসছেন।

অভিযানকালে তার প্রতিষ্ঠান থেকে বিপুলসংখ্যক নকল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী জব্দ করা হয়। ২০১৬ সালে মেয়াদ শেষ হয়েছে- এমন অনেক প্রসাধনীও পাওয়া যায় প্রতিষ্ঠানটিতে। মেয়াদোত্তীর্ণ, নকল ও ব্যবহারের অযোগ্য সকল জব্দ প্রসাধনী ধ্বংস করা হয় এবং ৫ হাজার টাকা জরিমানাসহ প্রতিষ্ঠান টিকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ থাকবে বলে জানান তিনি।

এদিকে, মূল্যতালিকা প্রদর্শন না করায় হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ বাজারের ‘খান স্টোর’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোর ৬টা থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত মানিকগঞ্জ সদর ও হরিরামপুর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয় বলে জানান আসাদ্জ্জুামান রুমেল।

(ঢাকাটাইমস/৪মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা