পুরনো শখ মেটাচ্ছেন ঘরবন্দি পায়েল

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৭ মে ২০২০, ১২:১৪
অ- অ+

করোনার জেরে ঘোষিত লকডাউন যেমন বহু মানুষকে বিপদে ফেলেছে, তেমনি অনেকে এই অলস সময়টাতে বাড়িতে বসে তাদের পুরনো ইচ্ছা পূরণ করছেন। তেমনই একজন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। অনলাইনে ফরাসি ভাষা শিখছেন তিনি। নায়িকার কথায়, ‘এটা আমার অনেক দিনের শখ ছিল। তাই এই সময়টা কাজে লাগালাম। কয়েক দিনেই বেশ খানিকটা আয়ত্তে এনেছি।’

এদিকে, লকডাইনের এই কঠিন সময়েও বাড়িতে বসে একটি শর্ট ফিল্মের শুটিং করে ফেলেছেন অভিনেত্রী পায়েল। শিলাদিত্য মৌলিক পরিচালিত সেই শর্ট ফিল্মটির নাম ‘একটি তারা’। যেটি মুক্তি পেয়েছে অনলাইনে। পায়েল জানান, ‘শিলাদিত্যর কনসেপ্টটা বেশ ভালো লেগেছে। শুটিং থেকে এডিটিং সবটাই হয়েছে বাড়িতে।’

ছবিতে পায়েল নায়িকার চরিত্রেই রয়েছেন। করোনাভাইরাসের আবহে নির্মিত ১৪ মিনিটের ছবিটিতে দেখানো হয়েছে, ২০২৫ সালে পৃথিবীতে মোটে দুজন মানুষ বেঁচে আছে। ভক্তদের কাছ থেকে ছবিটির জন্য বেশ প্রশংসাও পেয়েছেন নায়িকা। এর পাশাপাশি ঘরের কাজ, এক্সারসাইজ এবং সিনেমা-সিরিজ দেখে সময় কাটছে তার।

তবে হাউসিং কমপ্লেক্সের নয় তলার ফ্ল্যাটে একটা ব্যাপার বেশ চিন্তায় ফেলেছে পায়েলকে। তার মা-বাবা যেখানে থাকেন, সেটি রেড জ়োন এলাকাভুক্ত। পায়েল জানান, ‘ফোনে ফোনেই খোঁজ নিচ্ছি। মা-বাবার বাড়ি থেকে বেরোনোর প্রশ্নই নেই। কারণ, প্রয়োজনীয় সব জিনিস বাড়িতেই রয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করছি।’

ঢাকাটাইমস/০৭মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা