নোয়াখালীতে সরকারি চাল জব্দ, ইউপি সদস্যসহ আটক ২

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২০, ১৪:৫০| আপডেট : ০৭ মে ২০২০, ১৫:০৯
অ- অ+

নোয়াখালীর হাতিয়ায় জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণ না করে মজুদ করায় ইউপি সদস্যসহ দুইজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরকিং জনতা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ১৬ বস্তা চাল জব্দ করা হয়।

আটকরা হলেন- চরকিং ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল হোসেন এবং একই ওয়ার্ডের ব্যবসায়ী ইউছুফ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম সারোয়ার সালাম জানান, জব্দ ১৬ বস্তার প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৮০০ কেজি চাল রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, ৩২২ জন জেলের জন্য ৪০ কেজি করে বরাদ্দ চাল বিতরণ না করে আত্মসাতের উদ্দেশে ওই বাজারের ইউছুফের দোকানে এনে মজুত করেন ইউপি সদস্য ইকবাল হোসেন।

এমন সংবাদে অভিযান চালিয়ে ওই দোকান থেকে এসব সরকারি চাল জব্দ করা হয় এবং দোকান মালিক ইউছুফকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যে ইউপি সদস্য ইকবালকে আটক করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, চালগুলো উপজেলা পরিষদে রয়েছে। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ঢাকাটাইমস/৭মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা