সদরঘাটে সেহেরি বিতরণের পরিমাণ বাড়াল বিআইডব্লিউটিএ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মে ২০২০, ১৭:২৩

ঢাকা নদীবন্দর এলাকার কর্মহীন নৌশ্রমিক, মাঝি ও হতদরিদ্রদের জন্য সেহেরির পরিমাণ বাড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ৩ মে থেকে প্রতিদিন একশ মানুষের সেহরির ব্যবস্থা করে সংস্থাটি। এরপর সেহেরি প্রত্যাশীর সংখ্যা বাড়ালে শনিবার থেকে সেহেরির খাবার একশ থেকে বাড়িয়ে দেড়শ জনের জন্য করা হয়েছে।

বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (ঢাকা নদীবন্দর) এ কে এম আরিফ উদ্দিন ঢাকা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ইফতার ও সেহেরি করতে সমস্যা হচ্ছে ঢাকা নদীবন্দর এলাকার কর্মহীন নৌশ্রমিক, মাঝি ও হতদরিদ্র মানুষগুলোর। তাদের কষ্ট লাঘবে রোজার শুরু থেকেই ঢাকা নদীবন্দরে ইফতারের ব্যবস্থা করা হচ্ছে। এরপর প্রতিদিন একশ মানুষের সেহেরির ব্যবস্থা করা হয়। যা শনিবার থেকে আরও বাড়ানো হয়েছে।

আরিফ উদ্দিন বলেন, ‘সেহেরি গ্রহণের জন্য দরিদ্রপীড়িত রোজাদারদের সংখ্যা অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় গত ভোর থেকে বিআইডব্লিউটিএ’র ঢাকা নদীবন্দরে আমরা সেহেরি প্যাকেট বিতরণের সংখ্যা একশ থেকে দেড়শতে উন্নীত করতে পেরেছি। আলহামদুলিল্লাহ।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতি শুরু থেকে কর্মহীন নৌশ্রমিক, মাঝি ও হতদরিদ্রদের মাঝে কর্তৃপক্ষের ঢাকা নদীবন্দরের পক্ষ থেকে বেশ কয়েক দফা ত্রাণ বিতরণের পাশাপাশি ইউনাইটেড গ্রুপের সহযোগিতায় মজার স্কুলের তত্ত্বাবধানে প্রতিদিন দুপুরে ১৮০ জনের মধ্যে রান্না খাবার বিতরণ করা হয়। প্রথম রোজা থেকে প্রতিদিন প্রায় ১৮০ থেকে দু’শ জনের মধ্যে ইফতার বিতরণের পাশাপাশি গত ৩ তারিখ রাত থেকে ১০০ জনের মধ্যে সেহেরিও বিতরণ শুরু করা হয়। কিন্তু সেহেরি প্রার্থীদের চাপ বৃদ্ধি পাওয়ায় গত ভোর থেকে এই সংখ্যা দেড়শতে উন্নীত করা হয়েছে। শেষ রমজান পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাল্লাহ।’

(ঢাকাটাইমস/০৯মে/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :