করোনাভাইরাস নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে শিক্ষক গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২০, ২০:৪২
অ- অ+

লালমনিরহাটে নভেল করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ। এর পর শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত এ তথ্য নিশ্চিত করে জানান, ওই শিক্ষকের স্থায়ী ঠিকানা রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়ী পলাশী এলাকায়। সেখানকার খায়রুল ইসলামের ছেলে তিনি। তবে পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজে নিয়োগের পর থেকে প্রায় ১৫ বছর থেকে পাটগ্রামেই থাকছেন।

তিনি নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধি ‘সঠিক নয়’ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব, হ্যান্ডশেক না করা, কোলাকুলি না করার নির্দেশনা ‘ইসলামের উপরে আঘাত’ এনেছে বলেও দাবি তার।

নিজেকে একজন ক্যামিস্ট দাবি করে তার পোস্টে করোনা প্রতিরোধে স্যানিটাইজারের ব্যবহার, মাস্কের ব্যবহার, ঘরে থাকা প্রভৃতি নির্দেশনাকেও চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তুমুল সমালোচনার সৃষ্টি হয়। পরে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম ডিজিটাল নিরাপত্তা আইনে শরিফুল ইসলামকে আসামি করে মামলা করেন। রাতেই ওই শিক্ষককে পাটগ্রাম পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মির্জারকোর্ট এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা