সহজ হলো আইফোনে টুইট
তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
প্রকাশিত : ১৫ মে ২০২০, ১৪:১১| আপডেট : ১৫ মে ২০২০, ১৪:১২

আইফোন ব্যবহারকারীদের টুইটার ব্যবহার আরো সহজ হলো। এখন থেকে আইফোন ব্যবহারকারীরা রিটুইটস এবং কমেন্টস আগের চেয়ে সহজে করতে পারবেন। সম্প্রতি আইওএস প্লাটফর্মে টুইটার নতুন আপডেট এনেছে।
এই আপডেটে আগের চেয়ে সহজে এক জায়গা থেকেই টুইট করা, রিটুইট করা, কমেন্টস করাসহ বেশ কয়েকটি কাজ করা হবে।
এছাড়াও টুইটারে আগের চেয়ে সহজ ভিডিও, জিআইএফ পোস্ট, শেয়ার এবং ওয়াচ করা যাবে।
(ঢাকাটাইমস/১৫মে/এজেড)

মন্তব্য করুন