‘গরিবের কোনো দল নেই’

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২০, ১৫:৪৪
অ- অ+

‘নিষ্ঠার ও সততার সঙ্গে ত্রাণ বিতরণ করতে হবে। মনে রাখতে হবে, গরিবের কোনো দল নেই। দলমত নির্বিশেষে সকল মানুষ যাতে ত্রাণ পায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলা সদর হাসপাতালের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের বুথ উদ্বোধন অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে নিয়োজিত দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি এসব বলেন। একইদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলা, বোরহানউদ্দিন ও দৌলতখান হাসপাতালে তিনটি বুথ উদ্বোধন করেন তিনি।

এসময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘অচিরেই ভোলায় করোনা পরীক্ষার জন্য ল্যাব স্থাপন করা হবে।’

উদ্বোধনী বক্তব্যে ভোলা জেলায় করোনা পরিস্থিতি মোকাবিলায় নিরলস কাজ করে যাওয়ায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান সাবেক এ মন্ত্রী।

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব নির্দেশনা দিয়েছেন আমরা যদি সেগুলো মেনে চলতে পারি তা হলে আমাদের সমস্যা হবে না বলে আমি মনে করি।’

তিনি জানান, তার ব্যক্তিগত উদ্যোগে এ পর্যন্ত ভোলা সদর উপজেলায় ৩০০০০ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ৪র্থ দফায় আরও ১০০০০ পরিবারকে ত্রাণ দেওয়া হবে। এছাড়া বোরহানউদ্দিন, দৌলতখান, লালমোহন ও চরফ্যাসনসহ গোটা জেলায় সাংসদ আলী আজম মুকুল, নুরুন্নবী চৌধুরী শাওন এবং আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু ও ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, সিভিল সার্জন রতন কুমার ঢালি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম, ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক সিরাজ উদ্দিন প্রমূখ।

ঢাকাটাইমস/১৬মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা