দীপিকার নতুন আত্মীয় অমৃতা রায়

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২০, ১৪:২১| আপডেট : ২১ মে ২০২০, ১৪:২৮
অ- অ+

বলিউড তারকারা সহকর্মী তো বটেই কেউ কেউ আত্মীয় হয়ে থাকেন। সেগুলোর অনেক কিছুই ভক্তদের অজানা। ঠিক যেমন রণবীরের দাদা হলেন সোনমের দাদির ভাই। সেই সূত্রে রণবীর সিং এবং সোনম কাপুর ভাই বোন। তেমনই দীপিকা পাড়ুকোনও অমৃতা রাওয়েরও একটা অত্মীয়তার সম্পর্ক রয়েছে।

একটি বিয়ের মাধ্যমে নতুন সম্পর্কে জড়ালেন দীপিকা পাড়ুকোন এবং অমৃতা রাও।

মুম্বাইয়ের সেই বিয়ের অনুষ্ঠানে ভাইরাল হয় দীপিকা ও রণবীর সিংয়ের ছবি; যেখানে দীপিকার জুতা বয়ে বেড়াতে দেখা যায় রণবীরকে। সেই বিয়েটি ছিল দীপিকার চাচাতো ভাইয়ের। সেখানে আরও উপস্থিত ছিলেন ‘বিবাহ’ নায়িকা অমৃতা রাও এবং তার আরজে স্বামী আনমোল। তাদের উপস্থিতির কারণ, দীপিকার বোনের সঙ্গে বিয়ে হয় অমৃতার চাচাতো ভাইয়ের।

অর্থাৎ এই বিয়ের অনুষ্ঠান থেকেই দীপিকা ও অমৃতা আত্মীয়তে পরিণত হলেন বলা চলে। তাদের একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতেও দেখা যায়।

(ঢাকাটাইমস/২১ এপ্রিল/টিএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা