আমার মন কাঁদছে

জয়া আহসান
| আপডেট : ২১ মে ২০২০, ১৮:০৩ | প্রকাশিত : ২১ মে ২০২০, ১৭:৫৪

আমার মনটা কাঁদছে। আম্পান ধেয়ে আসছে শোনার পর থেকেই মনটা খুব কাতর হয়ে ছিল। ঘোর বিপদের ওপরে আরও ঘোরতর বিপদ। করোনাভাইরাসের সময় মানুষকে যখন শারীরিক দূরত্ব মেনে চলতে হবে, তখন কী হবে উপকূলের আশ্রয়কেন্দ্রে গাদাগাদি করে থাকা অসহায় মানুষগুলোর?

ওদের পায়ের তলায় মহামারি, মাথার ওপরে প্রকৃতির তাণ্ডব। বুকটা কেঁপে কেঁপে উঠছিল।

সাইক্লোনের সে আঘাত তো এলই। বাংলাদেশের বিস্তর জায়গা তছনছ। পশ্চিমবঙ্গ তো মনে হচ্ছে প্রচণ্ড কোনো দৈত্যের পায়ের তলায় পিষে গেছে। বন্ধুদের অনেকের সঙ্গে কথা হচ্ছে। অনেকের কথা ভেবে হাহাকারে ভরে উঠছে মন।

মানুষই ঘুরে দাঁড়ায়। দাঁড়াবেও নিশ্চয়ই। সবার জন্য এখন আমার শুধু অনন্ত প্রার্থনা, অসহায় সব মানুষ নিরাপদ আশ্রয়ে মাথা গোঁজার সুযোগ পাক। বন্ধুরা দ্রুত তাদের প্রসন্ন জীবনে ফিরে আসুক।

লেখকঃ অভিনয়শিল্পী

ঢাকাটাইমস/২১মে/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

ফেসবুক কর্নার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :