কুমিল্লায় নতুন ৫৭ জনের করোনা শনাক্তের রেকর্ড

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২০, ১৯:২৫
অ- অ+

কুমিল্লায় নতুন করে আরও ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে, যা কুমিল্লায় করোনা শনাক্তের নতুন রেকর্ড তৈরি করেছে। এ নিয়ে করোনাভাইরাসে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ৪২৯ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন আরও ৩ জন। এই পর্যন্ত কুমিল্লায় করোনায় মৃত্যু হয়েছে মোট ১৭ জনের। নতুন শনাক্তদের মধ্যে কুমিল্লার দেবিদ্বারে ১২ জন, কুমিল্লার আদর্শ সদরে ১০ জন, লাঙ্গলকোটে ৮ জন, মুরাদনগরে ৯ জন, চান্দিনায় ৯ জন, কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ৪ জন, লাকসামে ২ জন এবং লালমাই, বরুড়া ও তিতাসে ১ জন করে।

বৃহস্পতিবার বিকালে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা.নিয়াতুজ্জামান।

তিনি জানান, বৃহস্পতিবার কুমিল্লায় করেনা শনাক্তে রেকর্ড তৈরি হলেও বেড়েছে সুস্থ হওয়ার পরিমাণও। করোনায় সংক্রামিত হওয়ার পর নতুন করে আরও ২১ জন মানুষ সুস্থ হয়েছেন। এ নিয়ে ৮৩ জন ব্যক্তি করোনায় সুস্থ হয়েছেন। নতুন সুস্থদের মধ্যে দেবিদ্বার ১০ জন, বরুড়া ৬ জন, লাকসামে ৩ জন এবং ব্রাহ্মণপাড়াও লালমাই ১ করে সুস্থ হয়েছে।

(ঢাকাটাইমস/২১মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মালয়েশিয়া ১০-১২ লাখ কর্মী নেওয়ার গুঞ্জন ভিত্তিহীন, ৩০-৪০ হাজার নেবে: আসিফ নজরুল
দোহারে বিএনপি নেতা হত্যায় উদ্বেগ ও নিন্দা মির্জা ফখরুলের
নির্বাচনে ইসিকে সহায়তায় করবে জাতিসংঘ ও জাপান, চুক্তি স্বাক্ষর
শহীদ আবু সাঈদ ও প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা