এবার লকডাউন কাশিয়ানীর প্রাইভেট ক্লিনিক

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
  প্রকাশিত : ২২ মে ২০২০, ২০:২৯| আপডেট : ২২ মে ২০২০, ২০:৩৩
অ- অ+

গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি প্রাইভেট ক্লিনিকের এক চিকিৎসকের করোনা পজেটিভ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে উপজেলা সদরের নিরাময় নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামক ওই ক্লিনিকটি লকডাউন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ এই লকডাউন ঘোষণা করেন।

তিনি জানান, ওই ক্লিনিকের মালিক আসলামুজ্জামান (কামাল) করোনা পরীক্ষার জন্য গত মঙ্গলবার নমুনা দেন। বৃহস্পতিবার রাতে তার রিপোর্টে করোনা পজেটিভ আসে। পরে স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী ক্লিনিকে অবস্থানরত রোগী, নবজাতক ও রোগীর আত্মীয়স্বজনসহ ২৯ জন ও চিকিৎসক এবং ১১স্টাফসহ ক্লিনিকটিকে লকডাউন ঘোষনা করা হয়েছে। তাদেরে সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানান তিনি।

এদিকে জেলা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জে ওই চিকিৎসকসহ চারজনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কাশিয়ানীর ওই চিকিৎসকসহ তিনজন এবং মুকসুদপুরের একজন। এই নিয়ে জেলায় মোট ১১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৯ জন। মৃত্যু হয়েছে একজনের।

ঢাকাটাইমস/২২মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিল্প খাতের মহানায়ক, সাহসী উদ্যোক্তা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা