করোনায় অতিরিক্ত সচিবের মৃত্যুতে আইজিপির শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২০, ২১:০৮
অ- অ+

করোনাভাইরাস সংক্রমিত হয়ে সরকারের অতিরিক্ত সচিব তৌফিকুল আলমের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইজিপি এক শোকবার্তায় বলেন, তৌফিকুল আলম ছিলেন একজন অভিজ্ঞ ও দক্ষ প্রশাসক । মাঠ প্রশাসনে ব্যুৎপত্তি সম্পন্ন এই কর্মকর্তার মৃত্যুতে দেশ একজন নিষ্ঠাবান ও আদর্শ সেবককে হারালো। বিশেষ করে তথ্য কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালনকালে জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

আইজিপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অতিরিক্ত সচিব তৌফিকুল আলম। তিনি গত ১২ দিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

(ঢাকাটাইমস/২২মে/এএ/ইএস.)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভালুকায় ইকোপার্কের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার
দেশে আসছে নতুন সুপারম্যান, সঙ্গে জ্যাকি চ্যানের সিনেমা
ঢাকায় বেলারুশ দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
আরপিও সংশোধনে অষ্টম কমিশন সভা বৃহস্পতিবার, জানুন সভার আলোচ্যসূচি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা