আবেগপ্রবণ বাংলাদেশি সমর্থকদের নিয়ে গর্বিত তামিম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২০, ১৩:২৩| আপডেট : ২৩ মে ২০২০, ১৩:৩৬
অ- অ+

বাংলাদেশের মত ক্রিকেটপাগল বিশ্বে কমই আছে। তবে সমর্থকদের এই বাড়তি উন্মাদনার কারণে সৃষ্ট প্রত্যাশার চাপে কখনো অভিশাপ হয়ে দাঁড়ায় খেলোয়াড়দের জন্য। পারফরম্যান্স সন্তোষজনক না হলেই অনেক সমর্থক কচুকাটা করেন ক্রিকেটারদের। জাতীয় দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে বলা হয় দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান, কিন্তু তিনিও একাধিকবার পড়েছেন সমর্থকদের রোষানলে।

তবে এতকিছুর পরও বাংলাদেশের সমর্থকদের নিয়ে গর্বিত তামিম। তিনি মনে করেন, ক্রিকেট নিয়ে সমর্থকদের আবেগের বহিঃপ্রকাশ হিসেবেই সমালোচনার সৃষ্টি হয়।

সম্প্রতি রমিজ রাজার সাথে আলাপকালে তামিম বলেন, ‘আমাদের সমর্থকরা খুব আবেগপ্রবণ। বাংলাদেশ ক্রিকেট পাগল দেশ। জিম্বাবুয়ে, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা- যার বিপক্ষেই আপনি খেলুন না কেন, আন্তর্জাতিক ম্যাচ খেললেই প্রচুর মানুষ এসে দলকে সমর্থন দেয়।’

তামিম বলেন, ‘আমরা এমন সমর্থক পেয়ে অবশ্যই ভাগ্যবান। তবে এজন্য সমালোচনাও অনেক বেশি হয়। ভালো না করলে সমর্থকরা অখুশি হন, সমালোচনা করেন। অবশ্য এটা হয়ত পেশাদার ক্রিকেটারের জীবনেরই অংশ। ভালো করলে তারা প্রশংসাও করেন, খারাপ করলে সেভাবেই সমালোচনা করেন। তবে আমরা সত্যিই অনেক ভাগ্যবান আর খুশি এমন সমর্থক পেয়ে।’

শুধু দেশেই নয়, তামিমের অনেক সমর্থক আছেন বিদেশেও। বিশেষ করে ভারত ও পাকিস্তানে তামিমের অনেক সমর্থক রয়েছেন। তাই এই দুই দলের বিপক্ষে খেলতেও পছন্দ করেন তামিম।

তিনি বলেন, ‘ভারত ও পাকিস্তানের মত দলের বিপক্ষে খেলতে সবসময় ভালো লাগে। বিশেষ করে ভারত, তাদের বিপক্ষে ভালো করলে রাতারাতি আপনি তারকা বনে যেতে পারেন। পাকিস্তানের ক্ষেত্রেও একই। দেশটিতে ক্রিকেট উন্মাদনা অনেক বেশি। তাদের বিপক্ষে ভালো করলে সেখান থেকে অনেক ভালোবাসা পাবেন।’

(ঢাকাটাইমস/২৩ মে/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা