মুমিনুলের অনুপ্রেরণা সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২০, ১৭:৫৫
অ- অ+

বর্তমানে টেস্ট ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে দায়িত্বে আছেন মুমিনুল হক। প্রায় ৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তিনি। মুমিনুল যখন বিকেএসপির ছাত্র তখন সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটের একজন নামকরা তারকা। বিশ্বসেরা অলরাউন্ডারের তকমাটি তখন গায়ে লেগে গেছে সাকিবের। মুমিনুলের ক্রিকেটার হয়ে ওঠার পেছনে সাকিব আল হাসান বড় অনুপ্রেরণা হিসাবে কাজ করেছেন। তবে, ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের খেলা দেখে খেলোয়াড় হওয়ার ইচ্ছা তৈরি হয়েছিল মুমিনুলের।

শুক্রবার রাতে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জির সঙ্গে ফেসবুক লাইভে মুমিনুল বলেন, ‘সাকিব ভাইকে ছোটবেলা থেকেই বিকেএসপিতে দেখেছি। তবে উনাকে কখনও আইডল হিসেবে মানিনি যে উনার মতো ক্রিকেটার হবো। এরকম আমার ছিল না।’

তিনি আরো বলেন, ‘সত্যি কথা বলতে আমি ক্রিকেট খেলা শুরু করেছিলাম শচীন টেন্ডুলকারকে দেখে। ছোটবেলায় যখন শচীন টেন্ডুলকারের ব্যাটিং দেখি তখন ক্রিকেটের প্রতি একটা আগ্রহ আসে। ওইখান থেকেই খেলাটা শুরু করা।’

তবে সাকিব যে সবসময়ই তার অনুপ্রেরণার উৎস ছিলেন, সেটিও মনে করিয়ে দেন মুমিনুল। তার ভাষ্য, ‘তখন আমি সাকিব ভাইকে দেখতাম বিকেএসপিতে উনি আসতেন, অনুশীলন করতেন- সেটা অনুপ্রেরণা হিসেবে কাজে লাগত। তিনি কীভাবে অনুশীলন করেন, কীভাবে কাজ করেন, কত কাজ করেন, স্যারের সঙ্গে সারাদিন কাজ করেন, ওগুলো দেখেই অনুপ্রাণিত হতাম। তবে উনাকে কখনও ফলো করতাম না। উনার ওই অনুপ্রেরণাগুলো কাজে লাগত।’

(ঢাকাটাইমস/২৩ মে/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
এয়ারপোর্টে অশ্রুসিক্ত নোরা ফাতেহি, প্রিয়জন হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী?
আমরা আশাবাদী, নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে এগোবে: মির্জা ফখরুল
পঞ্চগড়ে দেড় বছর বয়সী সন্তানের গলায় ছুরি ধরে মাকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা