ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন শাকিবা

একমাস সিয়াম সাধনার পর আবার সেই মহা আনন্দের দিন পবিত্র ঈদুল ফিতর সমগ্র পৃথিবীর ইসলাম ধর্মাবলম্বীদের ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে। আর এই ঈদকে সামনে রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাকিবা বিনতে আলী।
সোশ্যাল মিডিয়ায় শাকিবা লেখেন, ‘আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদের এই খুশিতে আপনাদের-আমাদের জীবনকে মহান আল্লাহতায়ালা পূর্ণতা দান করুন, এই দোয়া করি। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।’
নায়িকা লেখেন, ‘এবারের ঈদ এত্ত বছরের ঈদ থেকে একবারে আলাদা আর ভিন্নভাবে সবাই পালন করবে। পারিবারিক ও সামাজিক বন্ধন বেড়েছে আর কমে গেছে সামাজিকভাবে বিভিন্ন জায়গায় যাতায়াত। বছরের প্রতিটি দিন ঈদের দিনের মতো আনন্দময় হোক- এই শুভ প্রত্যয়ে আবারও ঈদ মোবারক।’
পরিশেষে শাকিবা লেখেন, ‘আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর অবশ্যই করোনার জন্য স্বাস্থবিধি মেনে চলবেন। দূরুত্ব বজায় রাখবেন। ধন্যবাদ সবাইকে।’
ঢাকাটাইমস/২৪মে/এএইচ

মন্তব্য করুন