লেবাননে অবৈধভাবে ডলার বিক্রি, দুই বাংলাদেশি গ্রেপ্তার

ওয়াসীম আকরাম, লেবানন থেকে
  প্রকাশিত : ২৫ মে ২০২০, ১২:৩৫| আপডেট : ২৫ মে ২০২০, ১২:৫৬
অ- অ+

অবৈধভাবে ডলার কেনা-বেচা করায় লেবাননের দাওড়ার একটি মানি এক্সচেঞ্জের মালিক ও তার সহযোগী দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে লেবানন গোয়ান্দ পুলিশ। গত শনিবার গোপন খবরের ভিত্তিতে লেবানন গোয়েন্দা বিভাগ দাওড়া ওই মানি এক্সচেঞ্জ থেকে তাদের ডলারসহ হাতেনাতে গ্রেপ্তার করে। পরে সেই মানি এক্সচেঞ্জের দোকানের লাইসেন্স বাতিলসহ দোকানটি সিলগালা করে দেয়া হয়।

প্রবাসী বাংলাদেশিদের কাছে গ্রেপ্তার হওয়া দুই বাংলাদেশি চড়ামূল্যে ডলার বিক্রি করে আসছিল। মানি এক্সচেঞ্জের দোকানের মালিকের সঙ্গে হাত মিলিয়ে লেবাননে এই দুর্যোগ মুহূর্তে লেবাননে সরকারের বেঁধে দেয়া দামের বাইরে বেশি দামে প্রবাসী বাংলাদেশিদের নিকট তারা ডলার বিক্রি করত।

গ্রেপ্তারকৃত দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি তিনিও জানতে পেরেছেন। তবে ঈদের ছুটি থাকায় লেবাননে জেনারেল সিকিউরিটি থেকে তাদের বৃত্তান্ত জানা যায়নি। বাংলাদেশি দুইজন এখন জেনারেল সিকিউরিটির কারাগারে বন্দি রয়েছে।

(ঢাকাটাইমস/২৫মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেলপথ মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন শেখ মইনউদ্দিন
ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না: ফখরুল
চট্টগ্রামে স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
নারীদের প্রযুক্তি খাতে এগিয়ে নিতে SheSTEM ও ওয়ালটনের নতুন চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা