যশোরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২০, ২১:৩২
অ- অ+

যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে হেলাল হোসেন (১১) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মুজগুন্নি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। হেলাল ওই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সে কেশবপুরের দোরমুটিয়া হেফজখানার ছাত্র ছিল।

নিহতের দাদা সরোয়ার হোসেন জানান, সকালে পাশে শাহিনের বাড়িতে বন্ধুদের সঙ্গে খেলছিল হেলাল। একপর্যায়ে শাহিনের ঘরের টিনের বেড়ায় হেলান দেয় সে। তখন বিদ্যুতায়িত হয়ে ছেলেটির পিঠ পুড়ে যায়। শাহিনের টিনের বেড়ায় বিদ্যুতের মিটার লাগানো ছিল। তার ছিদ্র হয়ে টিন বিদ্যুতায়িত হতে পারে বলে তার ধারণা।

সরোয়ার বলেন, উদ্ধার করে বেলা সাড়ে ১০টার দিকে ছেলেটিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তখন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, কেশবপুর থানা পুলিশ লাশ হেফাজতে নিয়েছে। ময়নাতদন্ত বাদে লাশ নিয়ে দাফন করতে পুলিশের সঙ্গে আলোচনা চলছে।

(ঢাকাটাইমস/২৬মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি, বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
দেশের ৭টি অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভোলায় সন্তানের গলায় অস্ত্র ধরে গৃহবধূকে ‘ধর্ষণ’
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৪ ফিলিস্তিনি নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা