নোয়াখালীতে ডোবায় মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০২০, ১৬:২৪
অ- অ+

নোয়াখালীতে ডোবায় মিলর রহমত উল্যা ফরিদ (৩৫) নামে নিখোঁজ এক গরু ব্যবসায়ীর লাশ। বুধবার সকাল ৮টার দিকে হাতিয়ায় সোনাদিয়া ইউনিয়নের মধ্য সোনাদিয়া গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফরিদ ওই গ্রামের আবুল হোসেন হুমায়ূনের ছেলে।

নিহতের স্ত্রী তাহমিনা আক্তার জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে ওষুধ কিনতে স্থানীয় কুদ্দুছ মেম্বারের দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ফরিদ। রাত ১০টা র পর থেকে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। ওই রাতে আর বাড়ি ফেননি ফরিদ। সম্ভাব্য সব জায়গায় খোজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মাঠের পাশের একটি ডোবায় ফরিদের লাশ দেখতে পেয়ে তার বাড়ি খবর দেয় স্থানীয়রা।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, নিহতের শরীরে আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা তিনি।

ঢাকাটাইমস/২৭মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
আগস্ট থেকে ১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার
কাশিয়ানীতে ৭ শিক্ষকের স্কুল থেকে ২০ শিক্ষার্থীর কেউ পাস করেনি
ফরিদপুরে ডিআইজি রেজাউল করিমের সফর: অপরাধ পর্যালোচনা সভা, কল্যাণ সভা ও ড্রিল শেড উদ্বোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা