দুনিয়ার সবচেয়ে বিক্রিত স্মার্টফোন গ্যালাক্সি এ৫১

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২০, ০৯:৪২
অ- অ+

নতুন ভার্সনে বাজারে এলো স্যামসাং গ্যালাক্সি এ ৫১। ৮ জিবি র‌্যামসহ ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে। এটিই দুনিয়ার সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন।

এ বছরের শুরুতে ফোনটি আন্তর্জাতিক বাজারে আসে। তখন এতে ৬ জিবি র‌্যাম ছিল। এখন এটি ৮ জিবি র‌্যামে বাজারে এলো। এই ফোনে রয়েছে ইনফিনিটি ও ডিসপ্লে। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা।

গত ডিসেম্বরে গ্যালাক্সি এ৭১ এর সঙ্গে ভিয়েতনামে লঞ্চ হয়েছিল গ্যালাক্সি এ৫১। নতুন ফোনের পিছনের রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।

ভারতে ৮জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজে গ্যালাক্সি এ৫১ এর দাম ২৭ হাজার ৯৯৯ রুপি। কালো, নীল ও সাদা রঙে এই ফোন পাওয়া যাবে।

ডুয়েল সিমের গ্যালাক্সি এ৫১ এ রয়েছে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম। সঙ্গে আছে কোম্পানির নিজস্ব ইউজার ইন্টারফেস।

এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির সুপার হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে এক্সিনোস ৯৬১১ চিপসেট।

ফোনটির পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে। সাথে থাকছে ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য সামনে থাকছে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।

ব্যাকআপের জন্য ফোনটিতে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে।

(ঢাকাটাইমস/২৮মে/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা