বিশ্বের সেরা ধনী ক্রীড়াবিদদের তালিকায় একমাত্র ক্রিকেটার কোহলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২০, ২০:৪৪| আপডেট : ৩০ মে ২০২০, ২০:৪৬
অ- অ+

প্রতি বছরের ন্যায় পৃথিবীর শীর্ষ ধনী অ্যাথলেটদের তালিকা প্রকাশ করল ফোর্বস ম্যাগাজিন। আর তালিকার প্রথম একশোয় একমাত্র ভারতীয় অ্যাথলেট হিসেবে জায়গা ধরে রাখলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকেটাঙ্গন থেকে এই তালিকায় আছেন শুধু কোহলি। ক্যারিয়ারে প্রথমবার তালিকার শীর্ষে উঠে এলেন টেনিস তারকা রজার ফেদেরার। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে গ্রহের দুই সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি।

এর আগে ২০১৮ এবং ২০১৯ সালেও ফোর্বসের বিচারে ধনী অ্যাথলেটদের তালিকায় প্রথম একশোয় ছিলেন বিরাট কোহলি। ২০১৮ সালে তালিকায় ৮৩তম স্থানে থাকা বিরাট ২০১৯ সালে ১৭ ধাপ পিছিয়ে যান ১০০তম স্থানে। ৩০ ধাপেরও বেশি উন্নতি করে ২০২০ তালিকায় ৬৬তম স্থানে জায়গা করে নিলেন বিরাট। ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং পারিশ্রমিক মিলিয়ে সর্বশেষ অর্থ-বছরে ১০৬.৩ মিলিয়ন ডলারের মালিক রজার ফেদেরার প্রথমবারের জন্য তালিকায় উঠে এলেন প্রথম স্থানে। একইসঙ্গে প্রথম টেনিস প্লেয়ার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং পারিশ্রমিক (পুরস্কার অর্থ) মিলিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ক্রিশ্চিয়ানো ও লিওর বার্ষিক আয়ের পরিমাণ ১০৫ মিলিয়ন এবং ১০৪ মিলিয়ন ডলার। গত বছরের তুলনায় রোনালদো-মেসির সম্মিলিত আয়ের পরিমাণ এবার কমেছে ২৮ মিলিয়ন ডলার। এই হ্রাসের কারণ অবশ্যই পারিশ্রমিকে কোপ। করোনার জেরে মার্চের মাঝপথ থেকে ইউরোপে বন্ধ ফুটবল সংক্রান্ত সমস্ত অ্যাক্টিভিটি। উপায়ন্তর না দেখে কঠিন সময়ে ফুটবলারদের বেতনে কোপ ফেলতে বাধ্য হয় ক্লাবগুলি।

ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও পারিশ্রমিক মিলিয়ে ২০১৯-এ ২৫ মিলিয়ন ডলারের অধিকারী ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। সেখানে ২০২০ দুই মিলিয়ে কোহলির আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১ মিলিয়ন ডলার। যা তাঁকে তালিকায় এগিয়ে দিয়েছে ৩০ ধাপেরও বেশি। ক্রিকেট দুনিয়া থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে ফোর্বসের ধনীতম অ্যাথলেটের তালিকায় এই নিয়ে টানা পাঁচ বছর বিরাটের উজ্জ্বল উপস্থিতি।

৯৫.৫ মিলিয়ন এবং ৮৮.২ মিলিয়ন ডলার আয় নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে পিএসজি তারকা নেইমার ও লস অ্যাঞ্জেলস লেকার তারকা এল জেমস। ৩৭.৪ মিলিয়ন ডলার আয় নিয়ে মেয়েদের মধ্যে তালকায় সবার প্রথমে জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা।

(ঢাকাটাইমস/২০ মে/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
কুমিল্লায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা