লকডাউনের দু’মাস পর মসজিদ খুলল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২০, ০৯:০৭
অ- অ+

করোনাভাইরাস মহামারি রুখতে দুই মাস আগে দেশজুড়ে লকডাউন দিয়েছিল সৌদি আরব সরকার। দুই মাস পর লকডাউন আস্তে আস্তে শিথিল করছে দেশটি। তারই অংশ হিসেবে দেশটির সব মসজিদ খুলে দেয়া হয়েছে।

লাখ লাখ মানুষকে টেক্সট মেসেজ পাঠিয়ে বলা হয়েছে, দুই মিটার দূরে দূরে দাঁড়িয়ে নামাজ পড়তে। করমর্দন ও কোলাকুলি করা থেকে বিরত থাকতেও বলা হয়ে মুসল্লিদের।

লোকজনকে বলা হয়েছে বাড়ি থেকে ওজু করে মসজিদে আসতে। কারণ মসজিদের ওজুখানা বন্ধ থাকবে। এছাড়াও সব নামাজ ১৫ মিনিটেরই মধ্যে শেষ করতে বলা হয়েছে। সারা দেশের সব মসজিদ খুলে দেওয়া হলেও মক্কার মসজিদ আল-হারাম বন্ধ রাখা হয়েছে।

এছাড়া মাস্ক পরে মসজিদে আসা বাধ্যতামূলক এবং বয়স্ক ও ১৫ বছরের নিচে শিশুদের মধ্যে যাদের বিশেষ রোগ রয়েছে তাদেরকে মসজিদে প্রবেশ করতে দেয়া হবে না।

তবে মক্কার মসজিদ এখনো বন্ধ রয়েছে। আগামী ২১ জুন মক্কার মসজিদ খুলে দেয়া হতে পারে।

ঢাকা টাইমস/০১জুন/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা