খানসামায় যমজ দুই বোনের সাফল্য অর্জন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
}
  প্রকাশিত : ০১ জুন ২০২০, ২০:১৭| আপডেট : ০১ জুন ২০২০, ২০:৩৫
অ- অ+

দিনাজপুরের খানসামায় এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সাফল্য অর্জন করেছেন যমজ দুই বোন। তারা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের শুশুলী গ্রামের বাসিন্দা শিক্ষক দম্পতি সিরাজুল ইসসলাম ও বিউটি আক্তারের মেয়ে সিনথিয়া আক্তার সান ও সাবরিনা আক্তার মুন।

তাদের বাবা সিরাজুল ইসলাম পশ্চিম বাসুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মা বিউটি আক্তার শুশুলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। এ দম্পতির যমজ এ দুই মেয়ে পিএসসি ও জেএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিলেন। পেয়েছিলেন ট্যালেন্টফুলে বৃত্তিও। তারা দু'জনেই পশ্চিম বাসুলী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

তাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রাজ্জাক জানান, তারা দু'বোনই লেখাপড়ায় খুব মনোযোগী। এছাড়াও তারা জেলা ও উপজেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, মেধা অন্বেষণসহ বিভিন্ন প্রতিযোগিতায় একাধিকবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

সিনথিয়া আক্তার সান ও সাবরিনা আক্তার মুনের মামা হোসেনপুর ডিগ্রী কলেজের প্রভাষক জমির উদ্দীন জানান, তারা দু’জনেই ভবিষ্যতে চিকিৎসক হয়ে জনগণের সেবা করতে চায়।

ঢাকাটাইমস/১জুন/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রদলের লাখো নেতাকর্মীকে শান্ত রেখেছি: রাকিব
সিরাজগঞ্জে কবর থেকে লাশ তুলে বাড়ির উঠানে দাফন
রেলপথ মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন শেখ মইনউদ্দিন
শুল্কহার নিয়ে তৃতীয় পর্যায়ের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সময় চেয়েছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা