সৃষ্টি হিউম্যান রাইটসের রংপুর জেলা কো-অর্ডিনেটর হলেন সুজিত

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২০, ২১:৪৬| আপডেট : ০১ জুন ২০২০, ২২:৪১
অ- অ+

মানবাধিকার সংস্থা ও এনজিও ‘সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি’র রংপুর জেলা কো-অর্ডিনেটরের দায়িত্ব পেয়েছেন ডেন্টিস্ট সুজিত কুমার তালুকদার। গত ২৮ মে তাকে সংস্থাটির চেয়ারম্যান আনোয়ার-ই তাসলিমা প্রথা স্বাক্ষরিত এক চিঠিতে এই দায়িত্ব দেওয়া হয়।

সুজিত কুমার দীর্ঘদিন ধরে সংস্থাটির বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তাকে রংপুর জেলা কো-অর্ডিনেটরের দায়িত্বও দেয়া হলো।

সংস্থার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুজিত তালুকদার বলেন, ‘দেশের এই ক্রান্তিকালে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি ও এনজিও পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে দেশব্যাপী সংস্থার সকল সদস্যরা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে মানবসেবায় কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

তিনি সকলের সহযোগিতা নিয়ে নতুন যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে তা সুষ্ঠুভাবে পালনের আশা ব্যক্ত করেন।

(ঢাকাটাইমস/১জুন/এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একাদশে ভর্তিতে যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা, বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা
আনসার সদস্যদের দায়িত্ব অবহেলার অভিযোগ সত্য নয়: বাহিনী প্রধান
প্রতিদিনের বাংলাদেশের সম্পাদকের দায়িত্ব নিলেন মারুফ কামাল খান
শেরাটন-এ সি ফুড ব্যুফেতে বিকাশ পেমেন্টে ‘বাই ওয়ান গেট টু’ অফার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা