কুমিল্লায় প্রতিবন্ধীদের পাশে প্রবাসী চিকিৎসক

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুন ২০২০, ২০:১৮
অ- অ+

কুমিল্লায় আমেরিকা প্রবাসীর সহায়তায় করোনা মহামারিতে সংকটে পড়া বয়স্ক ও শিশুসহ প্রায় শতাধিক প্রতিবন্ধীর মাঝে খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আমেরিকার নিউইয়র্কের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকার কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান মিঠুর মাধ্যমে প্রতিবন্ধীদের মাঝে এই সহায়তা দেন। ডা. ফেরদৌস খন্দকারের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে।

মঙ্গলবার দুপুরে কুমিল্লার প্রেস ক্লাব মাঠে স্বাস্থ্যবিধি মেনে পারস্পরিক দূরত্ব বজায় রেখে খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয় প্রতিবন্ধীদের মাঝে। সহায়তা পাওয়া প্রতিবন্ধীরা কুমিল্লা আদর্শ সদর উপজেলার প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সদস্য।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান মিঠু বলেন, কুমিল্লায় অনেক বয়স্ক ও শিশু প্রতিবন্ধী রয়েছে যারা অবহেলিত। বর্তমান করোনা মহামারির সংকটে ডা. ফেরদৌস খন্দকারের মতো পর্যাক্রমে সবাইকেই এমন অসহায়দের পাশে দাঁড়াতে হবে।

সহায়তা প্রদানকারী আমেরিকা প্রবাসী ডা. ফেরদৌস খন্দকার ফোনে বলেন, আমার বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। বর্তমান করোনা মহামারি সংকটে প্রতিবন্ধী এই জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে পেরে আমি খুশি।

তিনি বলেন, কুমিল্লা ছাড়াও করোনা মহামারির শুরু থেকেই জেলার বিভিন্ন উপজেলার প্রতিবন্ধীদের মাঝে খাদ্য ও নগদ অর্থ বিতরণ করে আসছেন। ভবিষ্যতেও তিনি এই সহায়তা অব্যাহত রাখবেন বলে জানান।

এই কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক কমরেড মো. আনোয়ার হোসেন, কুমিল্লা প্রেস ক্লাবের পক্ষে সাংবাদিক ওমর ফারুক তাপস, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সদস্য দ্বীপ চক্রবর্তী ও কামরুল হাসান প্রমুখ।

(ঢাকাটাইমস/২মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: রাবাতে আসিফ মাহমুদ
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা