ভোমরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হয়নি

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২০, ১৩:৪৬
অ- অ+

দীর্ঘ দুই মাস আট দিন পর গত মঙ্গলবার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে ভারতের অভন্তরীণ কিছু জটিলতার কারণে এ কার্যক্রম শুরু হয়নি বলে জানান ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোশিয়েশনের সভাপতি আরাফাত হোসেন।

তিনি জানান, করোনার কারণে উভয় দেশ লকডাউন ঘোষণা করায় গত ২৪ মার্চ থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।তবে গত ১ জুন ভোমরা স্থলবন্দর এলাকায় জেলা প্রশাসক মোস্তফা কামাল, কাস্টমস্ ও বন্দর কর্তৃপক্ষ এবং সিএন্ডএফ কর্মকর্তাদের মধ্যে আমদানি-রপ্তানি চালুর বিষয়ে আলোচনা হয়। এসময় স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার সিদ্বান্ত নেওয়া হয়েছিল। এ মর্মে ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোশিয়েশনের পক্ষ থেকে ভারতীয় ঘোজা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনকে গতকাল একটি চিঠিও তাদের পাঠানো হয়। কিন্তু ভারতের কিছু আভ্যন্তরীণ জটিলতার কারণে এ আমাদানি-রপ্তানি কার্যক্রম চালু করা সম্ভব হয়নি । তবে খুব দ্রুত সময়ের মধ্যে এ কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

ঢাকাটাইমস/৩জুন/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্যামলীতে দিন-দুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদী ও নাতি বউকে গলা কেটে হত্যা  
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা