রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে বৃদ্ধের মৃত্যু

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ০৪ জুন ২০২০, ১২:০০
অ- অ+

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম আজিজার রহমান (৭৫)। বুধবার দিবাগত রাত ১২টার দিকে তিনি মারা যান।

রামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২ জুন আজিজার রহমানকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। উপসর্গ থাকায় তাকে করোনা ইউনিটে রাখা হয়েছিল। বুধবার রাতে তিনি মারা যান। তার স্থায়ী ঠিকানা নওগাঁর নিয়ামতপুর। তার লাশ দাফনের দায়িত্ব কোয়ান্টাম ফাউন্ডেশনকে দেয়া হয়েছে।

কোয়ান্টাম ফাউন্ডেশন জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, নমুনা পরীক্ষায় আজিজার রহমানের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছিল। তবে তার যে ধরনের উপসর্গ ছিলো তাতে চিকিৎসকদের আশঙ্কা তিনি আক্রান্ত ছিলেন। তাই লাশ দাফনের দায়িত্ব কোয়ান্টামকে দেয়া হয়েছে।

নওগাঁর সিভিল সার্জন ডা. ম. আখতারুজ্জামান ও রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক জানিয়েছেন, মৃত এই রোগীর বিষয়ে তারা কিছু জানেন না। হাসপাতাল কর্তৃপক্ষ জানালে তারা এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।

ঢাকাটাইমস/৪জুন/আরআর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালালে ১৫৭৭ গ্রাম সোনাসহ দুই চোরাকারবারি আটক
বিএনপি সংস্কারে বিশ্বাস করে, কু-সংস্কারে নয়: গয়েশ্বর  
শেরেবাংলা নগরে ১৮ মামলার আসামিসহ গ্রেপ্তার ২১
খুলনায় বিষাক্ত মদপানে ৪ জনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা