অতিরিক্ত জেলা প্রশাসক হলেন বিজেন ব্যানার্জী

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুন ২০২০, ২৩:১০
অ- অ+

অতিরিক্ত জেলা প্রশাসক পদে উন্নীত হয়েছেন ইউএনও বিজেন ব্যানার্জী। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কর্মরত আছেন। অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে তার নতুন কর্মস্থল হবিগঞ্জ জেলা।

২৯তম বিসিএসে উত্তীর্ন হয়ে বিজেন ব্যানার্জী ২০১১ সালে সরকারি চাকরিতে যোগ দেন। ২০১৯ সালের অক্টোবরে তিনি তাহিরপুর উপজেলার ইউএনও হিসেবে যোগ দেন। এর পর থেকেই তিনি হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে কাজ শুরু করতে হয়েছে।

অত্যন্ত সুনামের সঙ্গে তিনি হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ করেন। চলতি বছর কৃষকের ফসল মাঠে থাকা অবস্থাতেই তিনি খাদ্য গুদামে ধান দেয়ার বিষয়ে লটারির মাধ্যমে কৃষক ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে কৃষক নির্বাচন করেন।

হাওরপাড়ের কৃষকদের সঙ্গে আলোচনা করে জানা যায়, বিগত কয়েক যুগ পর এবারই প্রথম হাওরে বোর ধানের বাম্পার ফলন ও সুষ্টুভাবে বাঁধের কাজ সম্পন্ন হয়েছে। বিশেষ করে করোনা মোকাবিলায় বিজেন ব্যানার্জী সার্বক্ষণিক মাঠে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর উপহার ত্রাণসামগ্রী তিনি গোপনে তালিকা করে হতদরিদ্র ও অসহায় পরিবারের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন।

(ঢাকাটাইমস/৫জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
ভালুকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সুরতহাল, ময়নাতদন্ত ছাড়াই গোপালগঞ্জে সহিংসতায় নিহতদের দাফন-সৎকার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা